History

সাকোয়া ডিগ্রী কলেজটি হিমালয় কন্যা পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন ০৯নং সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজার সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত। এলাকার সাধারণ মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার লক্ষ্যে এলাকার হিতৈষী এবং বিদ্যানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৩ খ্রীঃ প্রতিষ্ঠিত হয়। কলেজটি ০১/০৭/১৯৯৪ খ্রীঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয় এবং ০১/০৫/২০০০ খ্রীঃ কলেজটি স্নাতক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১০৮৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত (উচ্চ মাধ্যমিক পর্যায়েঃ ৬৮১ জন এবং স্নাতক পর্যায়েঃ ৪০২ জন) এবং শিক্ষক-কর্মচারী ৬২ জন কর্মরত আছেন।